পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণি আমি
এসেছি ভবে এটুকুই জানি
জ্ঞানে-গুণে মানুষ আমার নাম
উপযুক্ত ভবে, আমার অবস্থান।
উপযুক্ত পরিবেশ ছাড়া
বাস করাতো যায় না,
এরকম মনোভাব নিয়ে
বহু জ্ঞানি চিন্তায়,
করছে মনোনিবেশ।
যাচ্ছে একজন, আসছে নবীন
পরিবর্তন হচ্ছে, হচ্ছে প্রবীন
বাহবা পাচ্ছে, আপন মতে
ধ্বংস হচ্ছে কত যে পেতে,
আবার নতুন শুরু করতে
কিছু করছে, অনেক ভেবে।
আমরা শুধু দেখছি চোখে
মনের চোখকে বন্ধ রেখে
বাসযোগ্য করতে ধরা
আমাদের আছে, আর কি করা?
ভাবতে ভাবতে সময় পার
হচ্ছে এমনি বারংবার।
***