কপালের যে জায়গায়
মেয়েরা পড়ে রং, বেরংয়ের টিপ
আমাদের মুগ্ধের সে স্থানে
লেগেছিল আততায়ীর তীর।
কপাল ফুটো করে ডানকানের পাশ দিয়ে
বের হয়েছিল মাথার মগজ
চিরচাড়িত মিষ্টি হাসিতে মুগ্ধ
তখনো তাকিয়ে পৃথিবীর দিকে
পানির বোতলগুলো হাতে,
মুখের ভাবে বলছে স্বস্তিতে
পানি লাগবে, পা- নি!
দগ্ধতাপে সতীর্থদের
পানি খাওয়ানো মুগ্ধ
দগ্ধ পিচের রাস্তায় পরে কাতরে তাকালো,
তাজা রক্তে, রাস্তা হলো সিক্ত।
সতীর্থ যারা ছিল পাশে
পারেনি তাকে নিতে আয়েশে
প্রাণের ভয় ছিল তাদেরও,
যখন নেয়া হয় চিকিৎসায়
ব্যর্থতাই শুধু রয়ে যায়।
মুগ্ধ গেছে চলে
মেধা আন্দোলনের কোঠা বাতিলে
শহীদের মর্যাদা পেয়ে।
জীবন দান তাঁর যায়নি বৃথা
গতি পায় আন্দোলন,
দীর্ঘদিনের বন্দনমুক্ত
জনতা পেয়েছে এখন।
***