ব্রাহ্মমূহুর্ত শেষে প্রতিদিনই
পূব আকাশ লাল করে
নতুন সূর্য উঠে।
নতুন সূর্যের, নতুন আলোয়
নতুন পৃথিবী হাসে।

মুহুর্তগুলো এক হয়ে
ধরা হয় আলোকময়,
আলোর তোরে আধার কাটে
জাগে নতুন বেশ
সকল প্রাণে আলোর গতি
আলোকিত করে বেশ।

সঠিক আলোর আভা পেয়ে
সঠিক পথে জীবন নিয়ে
সময়কে মূল্যবান বানিয়ে
যারা, জীবনকে এগোয়
সমাজে আলোকিত জন
তারাই হয়ে রয়।
প্রকৃতিরই বিধান এটা
ভুলটা তেমনটা নাই,
থাকলে সেটা অনিয়মের জন্যে
আমরা পরে জানতে পাই।

***
লেখা: ১৮/১১/২০২৪ খ্রি.
সময়: ৭-৪৫ মিনিট।