“তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার;
কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার”
“চাইতে গেলাম অধিকার; হয়ে গেলাম রাজাকার”
“লাখো শহিদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না”।
নানান মত শ্লোগান, বাংলার বাতাস হয় মাতাল
পক্ষ নিয়ে জনগণ, রাস্তায় নামে সকল
শাসনতন্ত্রের গুলিতে, কচি প্রাণ রাস্তায় ঝড়ে পরে
পঙ্গু হয়ে অনেক, বিছানায় কাতরায় চিকিৎসা না পেয়ে।
চক্রান্ত করে সরকার, যোগাযোগ সব বন্ধ করে,
দোষ চাপায় সব আন্দোলনকারীদের পরে।
জনগণ সব ক্ষেপে গিয়ে, আন্দোলনে যোগদান করে,
সকল পরিকল্পনা ব্যর্থ করে, আন্দোলন সফল করে
রাষ্ট্র কাঠামো ভেঙ্গে পরে, শাসকের যায় গদি চলে
বাংলাদেশ নতুন করে, স্বাধীনতা অর্জন  করে।

                       ***