শরতের এই শিশির ভোরে
চারিদিকে আলোর তোরে
ধ্বনিত হচ্ছে তোমার
আগমনী সুর।
ঢাক-ঢোল আর কাশির সুরে
আসবে তুমি, মত্ত পরে
তোমাকে মা দর্শনের তরে
মনের ক্ষেদ যাবে চলে
তোমার চরণ ধূলা পাবো বলে
অপেক্ষার দিন যাচ্ছে সরে।
মা তুমি আসছে যে তাই
সাজছে প্রকৃতি।
তোমার আশীর্বাদে সবাই
মিলে-মিশে থাকবো হেথা
তোমার তরে মা, এই প্রত্যাশা রবে।
***