মনের উপর জোরের কথা
মনকে সদা জাগ্রত রাখা
মনের নিয়ন্ত্রণ।
মানসিকতা থেকেই মনে থাকে জোর
সৎ মানুষের সাহস থাকে
সততা তাদের সম্বল।
সততাকে পুজি করে থাকে যারা ভবে
বিপদ তাদের থাকে বশী
দেখা যায় সমাজে।
রাষ্ট্র, সমাজ বা পরিচিতজন
সবখানে এই প্রথা আছে বহমান
সততা বহনকারী বঞ্চিত ধরায়
এভাবেই তাদের জীবন বয়ে যায়।
মনের শান্তি তাদের কাছে
সকল কিছুর উর্দ্ধে
উদাহরনও হয় সমাজে
জীবন সায়হ্নে এসে।
ব্যতিক্রমও আছে ভবে
তাতে কী বা? আসে-যাবে!
সততাকে ধারণ করে
জীবন ধারণ করতে হবে
তাহলেই পালন হবে
প্রকৃতির প্রতি কর্তব্য পরায়ন
সফল হবে মানব জনম।
***
লেখা: ১৩/১১/২০২৪ খ্রি.
সময়: ৭-৩০ মিনিট।