কাঁশবনের বালির মাঠে
ছোটবেলা খেলে
বিকাল হতে সন্ধ্যাবেলা
দিন যে গেছে চলে।
সবাই মিলে দল বেঁধে
খেলা চলে মাঠের পরে।
খাওয়া-দাওয়া ভুলে সবাই
ইচ্ছা হলেই খেলাই
সন্ধ্যা যখন নেমে আসে
সূর্য বসে পাটে,
দল বেঁধে সব খেলার সাথি
স্নান করি একসাথে।
সবাই মিলে জলকেলি
চলে খানিক রাত।
বাড়ি ফিরে পড়ালেখায়
প্রতিযোগীতা থাকে সরব সাথ,
খাওয়া-দাওয়া শেষে
গভীর ঘুমে, কাঁটে রাত
সকালবেলা পাঠশালাতে
চলতাম সবার সাথ।
পারিপাশ্মিক পরিবেশ সব
ছিল এমন ভাব
চরদৌলতপুর বাড়ি মোদের
মধুমতির পাড়
এই গ্রামে জন্মে
জীবন ধন্য আমার।।
***