মাকে নিয়ে লিখতে আমার
হয় যে বড় ইচ্ছা,
কিন্তু লেখা নয়তো সোজা
মা যে প্রতিষ্ঠান একা।
বুঝতে শিখি তখন দেখি
মা যে আমার প্রাণের পাখি
বুঝার সাথে ভাবতে থাকি
মাকে নিয়ে লেখা, সহজ কী?
আমি যে তার নয়ন মনি
সব মাই এমন জানি
সন্তান হলে কোথাও সফল
মায়ের চোখে সুখের জল।
হাসতে তাকে দেখেছি কম
কষ্টই যে তার সম্বল
কোন সন্তান অসফল থাকলে
মায়ের কষ্ট বেড়ে চলে,
খুশি সে হয় অল্প পেলে
ভালোভাবে কাছে থাকলে
ভালোভাবে বললে কথা
মা, ভুলে যায় সকল ব্যথা।
মা যেন কোন কষ্ট না পায়
সকল সন্তান যেন এমন হয়
প্রত্যাশা করি সকলের তরে
মাকে রেখো আপন করে।
বৌমা যারা আছো সমাজে
শাশুড়ি মাকে, মা জানলে
সৌভাগ্য তোমার হবে,
মেয়ে হয়ে রবে সংসারে
সবাইকে নিয়েই সুখি হবে।
***