মা’গো তোমায় পড়ে মনে সকাল-দুপুর-সাঝে,
যখন-তখন তোমার কথা স্মরি মনের মাঝে।
সময়-সুযোগ পেলেই তোমায় ভাবতে থাকি মনে
যখন তুমি পাশে থাক ভয় নাহি পাই কোনে।

সেকেন্ড-মিনিট-ঘন্টা দিন-পক্ষ-সপ্তাহ-মাস,
আমার পাশে ছিলে তুমি ছিল না কোন ফাস।
তোমার আশীষ পেয়ে দিন থেকে দিন বেড়ে
আমি যখন বড় হয়ে, তোমায় গেলাম ছেড়ে।

সুখ খুজতে গিয়ে আমি তোমায় ছাড়িলাম,
কিছুদিন হয়তো সুখে ভালোই ছিলাম।
আরাম-আয়াসে দিন চলতে থাকে বেশ,
এরই মধ্যে কাটতে থাকে ভালোবাসার রেশ।

আপন ঘরেই পরবাসী নিজের মনে ভেবে
আপন জনই পর করে তায় স্বপ্ন-চাঁদর বোনে,
মনের কষ্ট, মনে চেপে, সুখ খুজে যাই দেহ-প্রাণে
নিজের কষ্টই অনুভবে, মুখটা তোমার উঠে জেগে।

সুখ-স্মৃতি আর ভালোবাসা, দিনে দিনে হয়যে ভাসা
আবেগ জাগে মনের মাঝে, আবার ফিরি আপন বনে,
যেথায় বসে মা’তুমিযে, আমায় মায়া শিখাইলে
তোমার প্রাণে দাগা দিয়ে, আমিও সেই পথি হয়ে
ফিরি তোমার মায়ার বোলে, তুমি যে আমার মা।

মুখটা তুমি নাওনি ফিরে, নিলে তোমার আঁচল তলে
আমি আবার আপন মনে চলছি তোমার পাশে পাশে,
ভুলেও যেন আর না আসে এমনদিন আমার কাছে
তোমার আশীষ পেয়েই যেন, বেঁচে থাকি ধরা পরে।।

                          ***