মার্চ মানে উত্তাল জনপদ
মার্চেই গর্জে উঠে
বাংলার জনগণ।
এ প্রথা চলছে ঊনবিংশ শতাব্দী হতে
এ প্রথাই গড়ে তোলে
বাংলা ও বাঙালীর জয়গান।

মার্চেই লাখো জনতা সাড়া দেয়
গড়ে উঠে মোর্চা,
দল বেঁধে সবে মিলে
করে পদোধিকার জাগানোর চর্চা।
১৯৭১ এর এ মাসেই বাংলার বীর
করেছিল মুক্তির আহবান
সে ডাকেই সাড়া দিয়ে জেগেছিল জনগণ।

সাড়ে সাত কোটি বাঙ্গালী
করেছিল, নয় মাস রক্তক্ষয়ী রণ
উৎসর্গ করেছিল জানমাল।
বাড়ী-ঘর-জান-প্রাণ ত্যাগেছিল জনগণ
এ মাসেরই ভূমিকায়
স্বাধীন সার্বভৌমতায়
পূর্ব পাকিস্থান নাম পরিত্যাগে
আমার জন্মভূমি, বাংলাদেশ হয়।

   ***