বাংলাদেশের আয়তনে ছোট দ্বিতীয় জেলা নড়াইল
তিনটি মাত্র উপজেলা মোট আয়তন ৯৯০.২৩ বর্গ কি. মি.
লোকসংখ্যা মোট সারে সাত লক্ষ মত
এজেলারই লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন
স্থানটি বিখ্যাত বিশ্বে, এখানেই জন্ম আমার।
শৈশব-কৈশর আমার কেটেছে হেথা
লেখা-পড়া করতে ছাড়লাম, গ্রাম-মাতা-পিতা
পড়া-লেখা শেষে চাকুরির জন্য থাকতে হয় শহরে
গ্রামখানা এখনো আছে আমার হৃদয়ে জড়িয়ে।
সময় সুযোগ, যখনই একটু পাই
তখনই ছুটে যাই, নাড়ীর টানে সেথায়।
সেখানে রয়েছে আমার মমতাময়ী মা
ভালো লাগেনা তাঁর অন্য কোথাও থাকা
রক্ত ও প্রাণের সম্পর্ক তাঁর, এখানে জড়িয়ে রাখা।
জ্ঞানী-গুনীজনের জন্ম এখানে, জানে বিশ্ববাসী
কত গুনীজন হেথা করেছে বসত!
সব কী? আর এখানে বলিতে পারিব এখন!
পূর্ব পুরুষের মুখে শুনি রাণী রাসমনির নাম
জমিদার ছিলেন তিনি, রাধানগর ধাম,
ধ্বংস প্রায় কুঠিবাড়ি এখনো বর্তমান।
প্রত্নতত্ব বিভাগ উদ্যোগ নিলে
রক্ষিত হয় এখনো এ কুটিরের সম্মান।
এছাড়াও রয়েছে পশ্চিম কুমারডাঙ্গা
যেখানে ইংরেজরা একসময় করে নীলচাষের কল্পনা।
এস্থানটিও দরকার সরকারী রক্ষণ।
বিশ্ববাসী জানেন বিখ্যাত সাহিত্যিক
ড. নিহার রঞ্জন গুপ্তের নাম
যার জন্মস্থান ইতনা গ্রাম
বাড়িটি ২তলা ভগ্নদশায়
এখনো আছে দাড়িয়ে, জড়াজীর্ণতায়
যদিও সরকারি উদ্যোগের
স্পর্শ এখন লেগেছে তার গায়।
***