সূর্যদ্বয়ে আলো ফোটে
আধারটা যায় কেটে,
স্পষ্ট হয় পৃথিবীটা
আকাশ ছবি আঁকে।
তারাগুলো যায় যে ঢেকে
নীল আকাশের চাপে।।
সারাটা দিন আলোর মেলায়
আলো-ছায়ার খেলা,
সন্ধ্যা হতেই আধার নামে
সূর্য ডোবার পালা,
আলো-আধার খেলায় এবার
আকাশেতে তারা’র
খেলা ফোটে।।
সারাটা রাত তারার খেলা
রাতের সাথে চলে,
ভোর সকালে সূর্যদ্বয়ে
তারা আবার ঢাকে।
এটাই যে, এই পৃথিবী
এটাই প্রকৃতি,
শুরু হতে শেষ হয়ে যায়
জীবন প্রকৃতি।।
লেখ : ০২/০৪/২০১৯ খ্রি।