কাঙ্খিত প্রতীক্ষার পরে
যবে তুমি এসেছিলে ভবে,
তোমার আগমনীতে উপস্থিত
ছিল যত জন
তোমার আগমন বার্তায়
সবাই হেঁসেছিল তখন!
হাসির সাথে ছিল
আনন্দ ভীষন,
কেঁদেছিলে তুমি একা
এটাই নিয়ম।
প্রাপ্তির অপেক্ষা শেষে
তুমি পেলে যে অমৃত তখন।
পৃথিবীতে তুমি হলে বরণ।
তুমিও হয়তো বুঝলে বাচা
এটাই তোমার নতুন ঠিকানা।
জঠর জ্বালা গেলে ভুলে
ধীরে ধীরে বেড়ে উঠলে।
পিতা-মাতার ভালোবাসায়
অবস্থান তোমার এ ধরায়
প্রতিবেশী ছিল যারা
তুমি পেলে তাদের ধারা
তোমার জীবন হলো প্রবাহমান।
***
লেখা -২৮/১০/২০২৪ খ্রী।