জীবন আজি লুন্ঠিত ধূলায়
স্বার্থ সর্বদা সম্মুখে রয়
জীবদশায় জীবন বয়ে যায়
গতি তার সদা সামনে বাড়ায়!

আজি আমি বসে ভাবছি ধরায়
জীবন আমার কতটা চড়ায়,
সামনে এগোতে পিছনে ফেরায়
গতিময়তা সদা নাহি রয়।
কোথাও জীবন জিগজাগময়
সামনে এগোয়ে পিছনে তাকায়
জীবনময়োতার নিয়ম এটাই
সবাই সদাই বিধির, বিধানে রয়।

যতই জীবন পিছনে রয়
গতিময়োতা সদা থেকে যায়,
যখন গতি স্থিমিত হয়
তখন জীবন ধরায় নাহি রয়।
এটা যে প্রকৃতিরই বিধান
যা কখনই হয় না লঙ্ঘন।
প্রবাহমান ধরায় জীবন ধরে
এ প্রথাই চলছে বিশ্ব মাঝারে,
জীবন প্রবাহ যখন থেমে যাবে
তখন সবই ধরায়, স্মৃতি হয়ে রবে।

***