কষ্ট যত আজি বিরাজিত মনে
প্রকাশ না করিতে পারি,
থাকে তাহা সংগোপনে।
বিদ্যা-বুদ্ধি হেথা বিকাশ না পায়
জীবন সদা চলে সরল রেখায়।

জীবনের গতি চলে জীবন রেখায়
প্রকৃতিই শেখায় গতি কোন দিকে ধায়,
মানব জীবনই যত জটিলতায় যায়
দায় এড়ানো হেথা, খুব জটিল নয়।
সমাজ-সামাজিকতা মূল্যহীন যেথা
কেউ কারো নাহি ছাড়ে, মত প্রকাশ বৃথা।
আশা-নিরাশার দোলাচলে যে শিক্ষা পায়
সমাজ-সংসার তেমনই প্রবাহিত হয়।

ভুল-ত্রুটি সামনে আসে সায়াহ্নে
মায়া বাড়ে জীবনে কৃত-কর্মের।
সুধরানোর চেষ্টায় হই মশগুল
সময়তো চলে যায়, থেকে যায় ভুল।
একসময় আপন যারা দেয় দূরে ঠেলে
হিসাবের খাতা তখন দেখি চশমায় মেলে
হিসাব যা করেছিলাম ছিল অমিল
এখন আর করার কী! আছে সময়?
সামনে যাওয়ার খাতার ফলাফল শূণ্য
জীবন থেমে যায়! উন্নতি নগন্য।

      ***