১৮৮০ সালের ৯ ডিসেম্বর
ব্রিটিশ ভারতের পায়রাবন্দ রংপুর হলো জন্ম তাঁর
পিতা-মাতার ছিল শিক্ষা ও ভাষাজ্ঞান
পড়ালেখার স্পৃহা ছিল অনেক তাঁর।

পিতা ছিল রক্ষণ, বিরোধী নারী শিক্ষার
ভাইবোন মিলে সবে হয় একাকার,
পড়া শেখে আধার রাতে জ্বেলে মোম শিখা
কেহ নাহি জানে, বাড়ে তাঁর পড়ার স্পৃহা।
দিনে দিনে বাড়ে তার দেহ-প্রাণের রেখা,
মেজিস্ট্রেট ডেকে পিতা, তাকে দিলেন বিয়া।

স্বামী সাখাওয়াত তাকে বুজলেন সহজে
শিক্ষা গ্রহণে করলেন উৎসাহী তাকে।
শিক্ষার পাশাপাশি লেখার হাতেখড়ি
অর্ধেক নারী অবহলায় রেখে দেশের উন্নয়ন যথা!
একেএকে লিখলেন নারী অধিকারের কথা
কবিতা-গল্প-প্রবন্ধসহ বিচরণ সাহিত্যের সকল শাখা
নারীবাদী লেখক হয়ে গেলো তাঁর লেখা।
পুরস্কার-প্রসংসা, রাষ্ট্রীয় সম্মান
পেলেন বারবার হলেন মহিয়ান।
১৯৩২ সালের ৯ ডিসেম্বর দিন
পৃথিবী ছেড়ে শারিরীক বিদায় হলেন তিনি,
বিশ্বে প্রকাশিত হলেন নারী অধিকারীনি
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তিনি।

                  ***