বাংলা বর্ষের চতুর্থ ঋতু
হেমন্ত যার নাম,
বহমান আছে ধরাধামে
দু’টিমাস থাকবে চলমান।
কার্তিক-অগ্রহায়ণ মাস মিলে
হেমন্ত ঋতুর অবস্থান
এসময় প্রকৃতিতেও রয়েছে
পরিবর্তনের বিধান,
প্রতিয়মান হয় প্রতিবছর
আমাদের নিকট, এটাই নিয়ম।
নবান্ন উৎসবের ধুম
এসময় চলমান ছিল খুব
প্রকৃতির অপর লীলায়
হেমন্ত ঋতু কিছুটা ম্রিয়মান।
বৈশ্বয়িক পরিবর্তনের সাথে
হেমন্ত ঋতুরও এসেছে চেঞ্জ
ফিকে হয়েছে, হেমন্তের চলা
গুণিজন করছে না অবহেলা।
ঋতুর রাণী তিনি ছিলেন ধরায়
এখন অবস্থান বিলুপ্ত প্রায়
নবান্ন এখন হয়েছে মলিন
আধুনিকতার স্পর্শে
নতুন ধানের গন্ধ গেছে চলে,
তিনি হবেন বিলুপ্ত।
হেমন্ত ভাবুক ধরায় আছে যতজন
তাদের আছে কিছু কর্তব্য এখন
হেমন্তের ভাবধারা হবে উদ্ধার
সকলের কাছে এটা আমার আবদার।
হেমন্ত থাকবে ধরায়, গতিতে চলমান
এটাই সকলের নিকট প্রত্যাশা আমার।
***
লেখ : ১০ নভেম্বর, ২০২৪ খ্রি।
সকাল : ৭-১৫ মিনিট।