ঋতু রাণী হেমন্ত প্রবাহমান ধরায়
জলবায়ু বদলে তার প্রভাব
এখন পূর্বের থেকে খানিক চড়ায়
প্রকৃতিও পৃথিবীতে পরিবর্তন চায়,
নতুন ধারা পেতে ধরায়, পুরাতনের বিদায়
সভ্য সূচী সূচনা হবে, ধরায় এসময়।
কেটে যাবে গ্লানি যত প্রবাহ হেতায়
শুরু হবে নতুন করে জীবনের প্রতি পাতায়।

তাপাদাহ ধরায় ছিল প্রবাহমান
প্রশমিত হয়ে জীবন চলমান
গরমের অস্বস্তিভাব হয়েছে কম
শীতের পরশ প্রাণে লাগছে এখন।

আসছে শীত জানাচ্ছে প্রকৃতি
সে আভাস পাচ্ছে পৃথিবী
চলমান হোক প্রবাহিত নিয়মে
হেমন্তাভাষ চাল হোক জনজীবনে।

               ***