১৩৫৮ সনের ফাল্গুন মাসে
শীতের শিশিরে সিক্ত মাঠে।
নতুন-পুরাতন পাতার ফাঁকে
মহীরুহি মিলে আমার মায়ের ভাষার
বিরুদ্ধে ষড়যন্ত্র আটে।

আমার মায়ের ভাষায় বলতে কথা
বাঁধা দেয় সেই সকল হায়না
ভিন্ন ভাষায় অনুভূতি ব্যক্ত,
মেনে নেয়াতো খুবই শক্ত।

মায়ের দামাল সন্তান যত
নিরবে নেয়নি মেনে এ মত,
করেছে প্রতিবাদ, দিয়েছে হুঙ্কার
জীবন দিবে, রাখবে মাতৃভাষার মান।
বলবে কথা, আপন মতে
প্রাণ জুরাবে সকল প্রাণে।

করল প্রমাণ সকলে মিলে
মাতৃভাষার তরে, জীবন দিল অকাতরে,
এ হেন কান্ডে, ভীত হলো ষড়যন্ত্রী শেষে
আমার মায়ের ভাষার পদতলে,
করল মাথা নত, তারা সকলে মিলে।


করতে মোদের ভাষা স্বাধীন
জীবন দিয়েছে যেসকল বীর
স্মরি তাদের প্রতিক্ষণে
আমরা শ্রদ্ধা জানাই হে বীর।।