সাধের মানব জনম পেয়ে
রক্তমাংসের দেহ নিয়ে, এলাম ধরা পড়ে।
যা কিছু প্রতিশ্রুতি ছিলো
দিন দিন হলো এলোমেলো,
প্রেক্ষাপট সব ভুলে গেলাম
মায়ার বাঁধনে,
আমি এলাম ধরা পড়ে।
সাধের এ সুঠাম দেহ
ধীরে ধীরে পরিপূর্ণ হলো
মায়া তার বেড়েই গেলো
সুযোগ পেয়ে আমায় জড়ালো
বংশ বিস্তার আরো বাড়ালো
এমন আশা আমায় ডুবালো
কী পেলাম ভুবনে,
আমি এলাম ধরা পড়ে।
সময় যখন শেষের পথে
দেহখানি জড়ায় ধরে
তখন সংশোধনের তরে
কত কথা পড়ে মনে
সময় কোথায় পাবে।
আমি এলাম ধরা পড়ে।
***