আমি লিখবো একটি কবিতা
মনের আবেগ দিয়ে,
অক্ষরগুলো সাজাবো
মাত্রাসহকারে।
আমি লিখবো একটি কবিতা
মনের আবেগ দিয়ে।
মনের সকল কথাগুলো
থাকবেনা এলোমেলো,
সাজিয়ে-গুছিয়ে একসাথে করে।
অর্থ করবো সব মিলিয়ে,
মনের মাধুরী মিশিয়ে
আমি লিখবো একটি কবিতা
মনের আবেগ দিয়ে।
সবার মনের কথাগুলো
প্রকাশ করার সাদ
আমার মনকে রেখেছে ঘিরে
পূর্ণ করিতে আশ।
আমি লিখবো একটি কবিতা
মনের আবেগ দিয়ে।
সকল কথা বলতেই আমি চাই
সকল মনের আশা ভালোবাসা
এক হয় কি! কোথাও?
ভাষাগত ইচ্ছা, আশা
কখনও মিলতেও পারে,
অধিক ক্ষেত্রে মেলানো ভার
সকল মনের কোঠরে।
তাইতো সবাই স্বতন্ত্র
আলাদা মানসিকতায়
আমার লেখা কবিতাটি
তাইতো, আবেগটি রইল ফাঁকা।
***