বসে আছি পথ চেয়ে
আলোর পথে যেতে।
পারছি কোথায় যেতে বল
এমন সুযোগ পেতে।
সকল পথেই আসছে আজি
আধাঁর নেমে প্রাতে।
আমি বসে আছি ......
....... পথে যেতে।
আজি প্রকৃতির আলো-বাতাস
বিষাক্তের পথে যাচ্ছে নিরন্তর,
ফেরানোর পথ আছে অবারিত
ফিরছে কোথায় পথে।
আমি বসে আছি .......
....... পথে যেতে।
কেউবা হয়তো যাবে ফিরে
জীবন সায়ানে আপন নিরে,
হয়তো সবই হবেই ঠিক
সময় ফিরে পেতে।
আমি বসে আছি .......
....... পথে যেতে।
এমন আশাই হৃদয় তীরে
হচ্ছে প্রবল জীবন ঘিরে।
এমনি দিন যাচ্ছে ফিরে
মানব জীবন পটে।
আমি, বসে আছি পথ চেয়ে
আলোর পথে যেতে।
***