ভোর সকালে পূব আকাশে
রং ছড়িয়ে উদয় হলো রবি
দৃশ্য ধরে কবির মনে
অঙ্কিত হয়, হৃদয় প্রকৃতির ছবি।
সময় প্রবাহমান, হয় বিধিমত
পরিবর্তন হয় কবি মনে
অঙ্কিত, ছবি ছিল যত।
সময়ের সাথে সাথে
মনের কথাকে যিনি
নিয়ে চলেন সামনে
তিনিই যে, এক সময়
মূল্যায়িত হন সমাজে।
সময়-সংসার প্রবাহমান
জীবন চলমান থাকে অবিরাম
জীবনের পথ যত সোজা নয়
দোলাচলে সদা, রয় গতিময়।
ব্যত্যয়ও ঘটে, বিধান মতে
গোবরে পদ্মফুল ফোটে, রয়েছে প্রবাদে।
ফোটা ফুল হয় পূজার উপাদান
কোনটা আবার ধুলায় পায় স্থান।
জীবনটাও সদা এমনই হয়
সময়ের মূল্য যে, সময়ে মিলায়,
শিখরে যায় তারাই সাফল্যের
এটাই যে, বিধান বিধাতার।
***