তোমার শেষ চিঠিটা
এখন আমার হাতে,
পড়ছি খুবই মনোযোগে
খুটে হাতে-নাতে।
দাড়ি, কমা, সেমিকোলন
আছে যথা স্থানে,
খুটি-নাটি পরেনি বাদ
সব রয়েছে ঠিক
জায়গাতে...
সকল কথার মর্ম হেথা
আমার আতে লাগছে ব্যথা
লিখেছো তুমি
এই জায়গাতে
প্যারেন্টস’রা সব বটবৃক্ষ মতে
আমি বুঝিনি কথার অর্থ
যথা সমাতে।
বুঝলাম যখন, তুমি নাই আমাতে...
বঞ্চিত হয়েছি সে বট ছায়া হতে।
চারিদিকেই তোমার স্পর্শ আমায় কাঁদায়
বেদনায়ও আজ নাহি, তোমায় খুজে পাই।
আমার অশ্রুরুদ্র চোখের ভাষা
শুধু তোমায় খুজে যায়।