আজি ত্রস্ত এক অজানা ভয়ে
রথি-মহারথি করছে জপ মাথা নত হয়ে।
আধুনিক ও আধুনিকতার হীন মন্যতা ছেড়ে
সবাই আজি একাকার হয়েছে এ বিশ্ব মাজারে।
এমন নিদান বিধির আজি পরিত্রানের পথ সরু
নিজেকে সঙ্গহীন থাকার বিধান দিচ্ছেন সব গুরু।
তাইতো সবাই আরাম-আয়েশ ছেড়ে
নিজেকে রেখেছেন বন্ধি, সকল দ্বিধা মিটিয়ে সবাই
একাকিত্বকে করেছে সঙ্গী।
যা ছিল বিধান, শুনেছি নিদান
গুরুজনের মুখে মুখে,
সেই পথই আজ নিচ্ছে সবে বেছে
আধার হতে আলোর পথে যেতে।
চাই না হানাহানি, চাই না প্রাণহানি
মিলি সবে দ্বিধা হিংসা ভুলি
ছেড়ে দেই সবে পারমানবিক পথ
ধর্ম নিয়ে হানাহানির যত মত।
সবার উপরে মানব প্রেম রেখে
যাই দ্বিধা হিংসা ভুলে।
বিশ্ব-বিধাতা হয়তো চাইছেন করতে
সেরকম আজি করোনা মহামারি দিয়ে।
অর্থের মোহে কেহ দূরে যেয়ে
অনর্থ করেছে বহন।
জীবন-মান করেছে অনুন্নয়ন
মোহকে করছে জীবন-বাহন,
হয়েছে যখন সেই বোধোদয়
সময় অনেক গিয়েছে বয়ে।
আজি মনের দরজায় এক ভয়ংকর ভীতি
স্থির একাকিত্ব, করেছে বিধি-বৃত্ত।
হয়েছে বিধান বিশ্ব নিয়ন্ত্রা হতে,
যা হতে অতিতে হয়েছিলাম ইতো।
বিশ্ব-বৈভব আছে ভুরি ভুরি
সে সবকিছু ছাড়ি থাকা একাকি,
চির বিদায়ে যখন দিচ্ছি পাড়ি
কারো থেকে পাচ্ছি না নিতে,
শেষবারের মত পানেয়-প্রীতে,
শেষ দেখাও মিলছে না আপনচিতে।