তোমার মত আর কে আছে
আমার আপনজন?
সবসময়ই তোমার আশীষ
আমার পরে থাকে, বর্শিত সরল।

কিন্তু আমি তোমার বাছা
স্বার্থ নিয়েই থাকি সদা
তোমায় ভাবি সুযোগমত
বিপদে যখন হই, উপনীত।
সদা সময় আপন মনে
চলি জীবন রেখায়,
বিপদ যখন সামনে আসে
অন্ধজনের আলোর মত
তোমার কথাই সারাক্ষণ ভাসে।

তুমি সদাই সমান থাকো
তোমার সৃষ্টিকে সাথেই রাখো
তোমার চলে না কোন তুলনা।
আমি ভাবি, তুমিও আমার মত হলে
আমার তখন কী হবে?

আমায় তুমি দিয়েছো যা
পেয়ে ভেবেছি আমার যোগ্যতা
তোমায় মনে নেইনি আমি
আমি যে তোমার অজ্ঞ-জ্ঞানি
আমায় ক্ষমে, আপন গুণে
আশ্রয় দাও, তোমার পাদ্পদ্মে।
মিনতি আমার রাখ প্রভু
আমি যেন তোমায়, ছাড়া না হই কভু।।
                    
                    ***