আর কে হাসান রতন
ও ভাই কোথায় যাও
যাওনা আমায় নিয়ে
সবার মুখে শুনলাম আমি
তোমার নাকি বিয়ে।
টাকা নিলে কতো কুড়ি
টাকা নেওয়া পাপ
জানো কি ভাই এই পাপের
হয়না কোনো মাফ।।
টাকা নিলে যৌতুক হয়
প্রিয় নবীর কথা
দারিদ্র্য বাবা মা'র
বাড়ে বুকের ব্যাথা।
তুমি আমি সবাইকে
হতে হবে সচেতন
এই পাপে অনেক নারী
হচ্ছে নির্যাতন।
এই টাকা তোমার না
তুমি কেন নিবে
এই টাকাই তুমি বলো
কয়দিন সুখ পাবে।
তুমি আমি পুরুষ জাতি
নেব কর্মের ফল
জানো কি ভাই নারী মোদের
সফল হওয়ার বল।।
নারী মা নারী বোন
নারী আপনজন
আর করবো না এমন পাপ
এই করি পণ।।