অন্তরে বীণ বাজে কান্নার সুরে
মনে পড়ে বারবার তব চাহনি
আকাশে কান পেতে থাকি
শুনতে সেই নূপুরের ধ্বনি।
বাতাসের সুরে রেশমী চুড়ির শব্দে
খোলা চুলের এলোমেলো হাওয়া
রুপের কিরণে ঝলছিত সোনার দেহ
ঘুমের স্বপনে করে ধাওয়া।
বসন্তের রুপ দেখি তব দু'নয়নে
চুড়ির টুং টুং শব্দ বজ্রের মতো বেজে ওঠে
পায়ের আওয়াজ থমথমে মোরে কাঁদায়
কতো না মধুময় স্মৃতি তোমার ঠোঁটে।