হে নারী তোমাদের সম্মান সবার উপরে
তোমরা থাকবে মুক্তা যেমন থাকে ঝিনুকের ভেতরে।
তুমি কি শুননি মা ফাতেমার কথা
জানি তোমাদের বললে লাগবে তা তিতা।
তুমি নিজেই বুঝে দেখ আম ছুললে মাছি বসে তাতে কতো সুন্দর দেখায় আবরনে যখন থাকে।
তোমার গর্ভে জন্ম নিয়েছে দেখ প্রিয় নবী
খরতাপে নয় শীতলতায় ভরে দূর আকাশের রবি।
তুমি মা তোমার হাতেই সৃজন হবে নব জন্মা শিশু
তোমার গর্ভে দেখ আবার জন্ম নিয়েছে যিশু।
তবে কেন পিঠ খোলা কপালে লাল টিপ
মনে রেখ নারী বড় মাছ থাকে না হালকা হলে ছিপ।
তোমাদের সম্মান যদি না বুঝ নির্যাতিত হবে পথে
ফিরতে হবে ঘরে রক্তে মাখা হাতে ।
বলি নারী তোমাদের সম্মান অমূল্য
সৃষ্টির কুলে কেউ নেই তোমাদের সমতুল্য।
তোমাদের তরে আবেদন আমার সামান্য কিছু
সৃষ্টি যেন না হয় আর কোন পথশিশু।
পর্দা ছেড় না নারী লজ্জা তোমার একমাত্র পুষন
রাষ্ট্রপ্রধান ছাড়া সেই রাজ্য যে সেই করে শাসন।
তুমি পারো নারী ধ্বংস করতে পুরুষের পশুষ্যত্ব
জাগ্রত কর নারী তোমাদের মনুষ্যত্ব ।