শিরোনাম:- নবীজির আদর্শ
কলমে:-আর কে হাসান রতন
রাত জাগা পাখি আমি বলো কি বলি
সত্য বললে দেখি মুখে দেয় কালি।
সত্যের ভাত নেই মিথ্যার বাজারে
সত্য একটি পাওয়া যায় হাজারে।
দুনিয়ায় ভরে গেছে বাটপার সিটারি
সত্য এখন দেখি ও মা লটারি।
মিথ্যার সম্মান হয়তো কয়েকদিন
সত্যের সম্মান থাকে ভাই চিরদিন।
সত্যে সুপথ আলো আনে ঘরে
মিথ্যাই অন্ধকার চিত হয়ে মরে।
সত্যের সন্ধান প্রিয় নবীর অনুসরণ
মিথ্যা ইবলিশ শয়তানের অনুকরণ।
সত্য বললে দেয় শয়তান চিৎকার
মিথ্যা বললে সমাজ দেয় ধিক্কার।
সত্যে জীবন গড়ি চল না সবাই
নবীজির আদর্শে জীবন সাজাই।