কুয়াশা ভেজা ঘাস, স্নিগ্ধ ভোরের রেশ,
আমার প্রিয় আপন দেশ, বাংলাদেশ।
পাখির কলতানে মুখর পরিবেশ
পূবের বাতাসে মিষ্টি গন্ধ ধানের রেশ।
বারে বারে ফিরে যেতে মন চায় নিভৃত পল্লীতে
অন্ধকারে আলোর পাখি,জ্বলে পিছন চুল্লিতে।
পাকা ধানের নবান্ন উৎসব প্রানের বাংলাদেশ
ভাপা আলতো গরম,স্নিগ্ধ ভোরের রেশ।
দাঁড়ালে দু’হাত পেতে , গোধূলি সন্ধে রাতে
দৃষ্টিতে জ্বলে ওঠে, মোর দেহ জ্যোসনার আলোতে।
যমুনার তীরে বাড়ি,তালে তালে পালের নৌকা
ঢেউয়ের সঙ্গে গলাগলি,শুশুক জলের পোকা।
উদ্দাম হাতে নৌকো বায়, আমরা শৈশব বেলা
উন্মাদ উৎসবে ভেসে ভেসে ডুবে যায় এইতো সূর্যের খেলা।
ক্ষুব্ধ দৃষ্টি মেলে দিয়ে তাকায় না মার চোখে চোখে?
দুঃসাহসী নির্ভিক বাংলা বিশ্বের মুখে মুখে।
হেঁটে যায় একাকী এমন রাজদর্পে,নিশ্চিত আশ্রয়
সারা পথ এমন উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে ছিন্ন যত ভয়।
সুন্দর লাল-সবুজ ঘুড়ি, বাংলার রুপ রে
ভেজা ভেজা তাজা তাজা, ঘাসফুল ঝরে।
কুয়াশা ভেজা ঘাস, স্নিগ্ধ ভোরের রেশ,
আমার প্রিয় আপন দেশ, বাংলাদেশ।