হে তরুলতা তোমাদের সঙ্গে আমাকে রেখো
আর ভালো লাগে না এই মানুষের ভীড়ে
মানুষের সাথে মানুষের যুদ্ধ আর ভালো লাগে না
আমি শান্তির ঘুম দেব তোমাদের নীড়ে।
হে গাছপালা তোমাদের সঙ্গে আমাকে রেখো
রেষারেষির দহনে আর পুড়তে পারছি না
সইতে পারছি না আর মৃত্যুর কোলাহল
ভীষণ জ্বালা দেয় কষ্ট হয় এই যাতনা।
হে পাখিদের দল তোমাদের সঙ্গে আমাকে রেখো
আর ভালো লাগে না মায়ের অশ্রু ভরা চোখ
আর ভালো লাগে না আর ভালো লাগে না
বোনের হাতছানি রক্তে ভেজা বুক।
হে রাতের তারা তোমাদের সঙ্গে আমাকে রেখো
আমি পুড়তে পারছি না আর ভাইয়ের বেদনার দহনে
বাবার আর্তনাদ বড় যন্ত্রনা দিচ্ছে আমায়
ক্ষতবিক্ষত ঝড় উঠেছে মনের গহীনে।
হে পাহাড়ের দল তোমাদের সঙ্গে আমাকে রেখো
আর ভালো লাগে না সূর্যের মুখে মেঘের আঁধার
আর ভালো লাগে না অবুঝ শিশুর আর্তনাদ
ভালো লাগে না আকাশের বুকে বজ্রপাতের চিৎকার।