হে প্রিয়                        
কেমন আছো
কি হয়েছে          
রেগে আছো।
                                  
রাগটা কমাও
সরি বাবা                            
এখন বলো
কোথায় যাবা।
                                
ভুল হয়েছে                  
আমিই দোষী  
ক্ষমা চাই                            
ফিরে এসেছি।

যেওনা দূরে
লোকে হাসবে
বসি পাশে
বুকে আসবে।

হাত টি ধরি                    
এবার হাসো    
সারাটিক্ষণ
ভালোবাসো।

বাসবেনা বুঝি
কর যা খুশি  
সরে বসো
রাগ করেছি।

সত্যি বলছি
চলে যাবো  
ডেকোনা  আমায়
কি ভেবেছো।

ভালোবাসি
বেসেই যাবো
যদি নাও আমায়
সঙ্গি ভাবো।

দিয়েছি আড়ি      
চলি এখন
আসবো আবার
ভালো হলে মন।