সাত ই মার্চ ঐতিহাসিক ভাষণ
যে ভাষণে বন্ধ হয়েছে শাসন আর শোষণ।
সে ভাষণ থাকবে আজীবন বহমান
জাতির শ্রেষ্ঠ মানব শেখ মজিবুর রহমান।
যে ভাষণ বজ্র কন্ঠ ধ্বনি বাঙালি জাতির মুক্তি
সে ভাষণ স্বাধীনতা পাওয়ার মুল শক্তি।
যে ভাষণে হয়েছিল মানুষের উদ্যান
সে ভাষণ আজ মোদের সম্মান।
যে ভাষণে এক হয়েছিল জেলে তাঁতি কুমার
সে ভাষণ আজ আনন্দ দেয় সবার।
যে ভাষণে রক্ত টগবগিয়ে ওঠে
সে ভাষণ আজ বৃক্ষে ফুল ফুটে।
যে ভাষণে ঘুমন্ত শিশু জেগে উঠে
সে ভাষণ আজ বাংলার মাঠে মাঠে।