এটাই কি সমাজ ধিক্কার জানাই আমি
অবুঝ শিশুর চেয়ে টাকাই হলো দামি।
অপমান না করে যদি দিতে একটু উপদেশ
এদের হাতে সৃজন হবে সোনার বাংলা দেশ।
হয়তো বা ভুলে হয়তো বা না বুঝে করেছে অপরাধ
মোমের পুতুল ওরা এখনো বুঝেননি জীবনের স্বাদ।
এমন যদি কর সমাজ তবে কর একটু বুঝে
যারা দেশের করছে ক্ষয় তাঁদের আনো খুঁজে।
পেটের দায়ে এমন করে এদের কি দোষ বলো
ব্যাংক ডাকাতি করছে যারা তাদের চুল তুলো।
কলমের গুলোই কোটি টাকা যাদের পকেট ভরে
যাদের কথায় স্বাধীনতা ডুবছে আঁধারে।
তোমার মতো পশুর জন্যই ওরা আজ পথে
তোমার পাপের কর্মের ফল একটি গভীর রাতে।
এটা ভাই কেমন সমাজ পাগলি গর্ভবতী
এটাই কি ভাই সমাজ মোদের এটাই বীরের জাতি।
একটু আদর ভালোবাসা যদি ওরা পেতো
সোনার বাংলা অশ্রু জলে নাহি আর ভাসতো।