শিরোনাম:- ফুলের মতো শিশু,
কলমে:- আর কে হাসান রতন
হে করুনাময় এ কেমন দৃশ্য
মা হারা বাবা হারা পড়ে আছে নিঃশ্ব।
আকাশে বাতাসে বাজে বেদনার বীণ
রক্তের বিনিময়ে পরিশোধ এ কেমন ঋণ।
আর্তনাদ চিৎকার বাঁচাও মোদের প্রাণ
ছোট বড় সকলেই গায় যন্ত্রার গান।
রক্তের স্রোত আর কতো লালচে মাটি
নয়ন জলে ভিজে নামাজের পাটি।
অবুঝ শিশু দেখ ধূলোয় লুটে
আর্তনাদ চিৎকার চাপা পড়ে বুটে।
প্রাণ নিবে কতো নাও তোমার তরে
সুখ দাও সুখ দাও সবার ঘরে ঘরে।
কান্নার কলরব কোকিলের সুরে
ফাগুন কেন আজ আগুনে পুড়ে।
নতুন পাতা ফুলে দিলে ধরনীর তরে
ফুলের মত শিশু তবে কেন যায় ঝরে।