মৃত্যুঞ্জয় হতে ভাল লাগে,
কবরের মাঝে লাশ হয়ে শুয়ে
দিন মাস পরে মরে গিয়ে
মৃত্যু তিথি হব-
এই ভেবে ভাল লাগে।

মাটি দিয়ে প্রতিমা তৈরির- কৌশল শিখে
নির্জনে তার নিজস্ব একজন-
               দয়িত হতে ভাল লাগে।

ছবি আঁকার বিদ্যা নিয়ে
কোন এক চিত্রশালায়-
বিচিত্র প্রকৃতির জন্ম দিতে ভাল লাগে।

যে নারী ধীর গম্ভীর চালে হাটে,
চারু, সুশ্রী, নব্য যুবক হয়েও-
বিধবা মেয়েকে বিয়ে করে,
এ সবই ভাল লাগে।
ভালবাসার নক্শায় নিজেকে জড়াতে ভাল লাগে।