কচু পাতার পানির মতন
জীবনের গতিপথ বদলে গেল।
কালো মেঘের আড়ালে মাঝে মাঝেই আবার
উঁকি মারছে আলোকিত সূর্য আলো।
তীব্র বর্ষণে একপেশে অবস্থায় ঘরে
বন্দী থেকে থেকে- ক্লান্ত হয়ে পড়েছি।
দাপুটে ভালোবাসার মাঝে আজ
দাড়িয়ে- সুউচ্চ দেয়াল।
দেয়ালের কাণ্ডারী ঐ মানুষগুলো
সুবিধা ভোগী, স্বার্থপর ও চশমখোর।
শিশির সিক্ততার মাঝেও
কেমন যেন উষ্ণ উষ্ণ ভাব।
তারপরও আমার মনে পড়ে
আমার ফুলে ফলে ভরে ওঠা কবিতার বাগানের কথা।