ঔদ্ধত্য ভালবাসার পরিণাম- বিরহ।
তৃপ্তি বোধ থাকলে
বেঁচে থাকার পথ যেমন সহজ
তেমনি অতৃপ্ত আত্মার অস্তিত্বে
সচরাচর দেখা মেলে হতাশার।
মানুষ বলেই কি এমনটা?
সূর্যের তপ্ত উত্তেজনার মাঝে
তুমি হঠাৎ কালবৈশাখী
নয়তো বারান্দায় ঝুলে থাকা-
ক্যাকটাসের কাঁটা।
আচরণের বাস- নিষ্ক্রিয়তা আর সক্রিয়তার মাঝে।
বিহ্বল তাকিয়ে আকাশ পানে
তারা গুনে গুনে ক্লান্ত উদাসীন
নিরুত্তাপ আমি, ভালবাসাহীন জঞ্জাল।