উদ্দেশ্য অতিক্রান্তকে নিয়ে নয়,
আসন্ন নব্য কে নিয়ে,
সমস্ত ক্রিয়াকলাপ জুড়ে ছিল যত বিবাদ, ভালবাসা, গ্লানি অপহাস ও তোমাদের ভালোবাসা গুলো।
মিশ্রিত শরত জুড়ে যেমন চলে গেছে ঝকঝকে নীল আকাশের শুভ্র মেঘ গুলো।
হেমন্তের অভিমানে চলে গেছে যত হিম কুয়াশার চাঁদরে ঢাকা প্রকৃতির আবহ।
আর চলে গেছে এ বেলার একাল মুহূর্ত ও সাথে অবধিকাল।
দুঃখ পেয়োনা, এ জীবন সুখে-দুঃখে গড়া।
এমন ভাববার কি প্রয়োজন যে, শেষে কিছুই থাকবে না!
অবশ্যই থাকবে, আসবে ঋতুরা আবার, নতুনের সব ডাক আসুক হাওয়াদের সাথে।
নবীন রোদ হোক সর্ব সুখের মূল!!
যত জয়গান তোমাদের, এ হোক জীবনের স্বার্থকতা।।
উল্লাসিত হোক প্রতিটা মনের তৃপ্তি!
বিজড়িত মন প্রাণ জাগ্রত হউক আবার নব্যের ডাকে !!
সব নতুন আয়োজনে গৃহীত হোক জীবন,
নতুন এর সাথে,
নতুন এ বর্ষের সাথে
জয় হোক তোমাদের !!!!
জয় হোক চাওয়া ও পাওয়া গুলো।


--রিজভী নাভিন
rizvynavin.blogspot.com