ভুলে গেছি ধুলো আর কাঁদা মাখা রাস্তার কথা ।
চলতে আড় চোখে চেয়ে চেয়ে,
জাগিয়ে দিয়ে যত ব্যাথা ।

হাত দুটো বিজড়িত ছিল আমার, বৃষ্টির সাথে গান গেয়ে গেয়ে ।
দাঁড়িয়ে ছিলাম নির্বাক অনেকক্ষণ
চিঠিখানা পেয়ে ।

ছিল চাওয়া না পাওয়ার এক অবসন্ন চিত্ত ।
এলোমেলো ভাবনায় আকাশটাও টেনে পূর্ণ করেছিলাম বৃত্ত ।

ছিলাম ভাবলেশহীন, উন্মাদ, কৌতহলি ছিল মন ।
জানো ? আষাঢ়ের ভেজা প্রান্তর ও
ভালোবেসে  করে ছিল পণ ।

রংধনুটাও ছাড়েনি মুহূর্তটা শেষে ।
হয়ে গিয়েছিলাম নির্বাক, একাকার,
তোমার মাঝে, অস্তিত্বে মিশে  !


--রিজভী নাভিন