আমি সবখানে তোমাকে পাই!
আমি তোমাকে পাই আমার ব্যর্থ দিনে,
আমি তোমাকে পাই আমার একেলা রাতে,
আমি তোমাকে পাই বিষে ভরা বুকের বাম পাশে,
আমি তোমাকে পাই কার্তিক শেষে যখন অগ্রহায়ণ আসে!
আচ্ছা,
বলো তো
আমি তোমাকে পাইনা কোথায়?
প্রিয়া,
যেখানে আমি তোমাকে পাইনা, আমি একদিন সেখানে চলে যাবো।
তোমাকে না পাওয়ার সুখে সেখানে ফুটবে কালো গোলাপ, শোকাহত হবে নদী, কষ্টের গান গাইবে পাখি।
তোমাকে না পাওয়ার সুখে সেখানে উঠবে বিষন্ন চাঁদ,
নীলে ছেয়ে যাবে আকাশ, মলিন হবে অশ্রুসিক্ত আঁখি।
যেখানে আমি তোমাকে পাইনা, আমি একদিন সেখানে চলে যাবো।
আর ফিরা আসবো না, আসবো না তোমার কাছে!