প্রিয় ভোর,
তুমি আমাকে এত ভালোবাসো কেনো?
কেনো সমস্ত রাতের ঘুম
ছিনিয়ে নিয়ে
তোমাকে দেখতে বাধ্য করো?
কেনো চাও
পুরো পৃথিবী যখন ঘুমোয়
তখন আমিই শুধু তোমাকে দেখি?
পাখিরা উঠেছে জেগে
সূর্যের আলো জানালার পর্দায় জমছে
উত্তর থেকে দক্ষিণ মেঘেরা উড়ছে
ধীরে ধীরে আরেকটা দিনের জন্ম হচ্ছে
আরেকটা নতুন দিন, আরও আয়ুর অপচয়;
করেছি যত আলিঙ্গন তাকে, দিনশেষে সে সবই আমার সঞ্চয়।
তার কাছে
আমি আর নতুন করে কি চাইবো?
এর থেকে বেশি কি আর চাওয়ার আছে -
কি আর পাওয়ার আছে আমার?
তার কাছে-
আমি যা আপ্রায়ণ নিয়েছি
আমি যা যত্ন পেয়েছি
আমি যা শান্তির ঘুম ঘুমিয়েছি
সে আমার মত হতদরিদ্রের জন্য অনেক।
এর থেকে বেশি
আমার চাওয়া পাওয়া হতে পারে না।
প্রিয় ভোর,
তুমি আমাকে এত ভালোবাসো কেনো?
কেনো সমস্ত রাতের ঘুম ছিনিয়ে নিয়ে
তোমাকে দেখতে বাধ্য করো?
কেনো চাও
পুরো পৃথিবী যখন ঘুমোয়
তখন আমিই শুধু তোমাকে দেখি?