এই রোজ রোজ তোমার সাথে দেখা,
তোমার ওড়নায় রজনীগন্ধা'র সুবাস মাখা।
ইচ্ছে করে দূরে থাকি।
আমি যে আর আবেগ মাখি না;
বুক পকেটে বিষাদ নিয়ে ঘুরি, তবুও তোমায় বলি না!
তোমার চোখ জ্যোৎস্নার বাতিঘর,
স্নিগ্ধ ঠোঁট হাসির পূর্ণিমা
নূপুরের শব্দে উত্তাল প্রেম,
তোমার রেশমি চুল সুন্দরতার মহিমা।
তবুও ইচ্ছে করে দূরে থাকি।
অবাঞ্ছিত রূপের প্রেমে আর পাগল হই না,
তোমার ঠোঁটের উষ্ণতার লোভে
আমার আর মন কাঁদে না!
আর বছর কয়েক পরে জানি সব বদলে যাবে,
অন্য কারো সিথান তোমাকে ছুঁবে।
ব্যস্ত দিনের অঙ্ক কষে,
ক্লান্ত ট্রাফিকে বসে, করবে অপেক্ষা বিষন্ন এ প্রাণ,
তুমি হীন অন্ধকার ঘরে সে কখন যাবে?
এই যে রোজ রোজ তোমার পথে আল্পনা আঁকি,
তুমি দেখেও দ্যাখো না।
এই পৃথিবীর সব রং ছাই,
তুমি চশমাটা খুলে দেখো না?
জ্যোৎস্না মাখা সন্ধ্যায় মেঘলা আকাশ দেখে
তুমি আর আমার কল্পনায় এসো না!
এই যে তোমাকে লিখি - লিখি না,
কত যে যাতনা - কল্পনা, কি লাভ?
তুমি তো মন বুঝো না!
তাই ইচ্ছে করে দূরে থাকি,
আমি যে আর আবেগ মাখি না।
বুক পকেটে বিষাদ নিয়ে ঘুরি, তবুও তোমায় বলি না!