মিলিয়ে যাবে রুদ্র ...
জানো ? হাসবে মেঘলা কান্না ।
দ্বিধায় বিধান ক্ষুদ্র ,
তোমার স্পর্শ শুধায় কন্যা ...
বৃষ্টি যেদিন কাঁদবে ,
বলবে ভেজাও মা গো আমায়,
প্রান তখনো বাঁচবে ,
তোমার হাসি দেখার আশায় ...
রক্ত গাঁদা কালচে হবে ,
ভালবাসবে বলে ,
হারিয়ে যেতেই হবে ,, তোমার
স্পর্শের কোলাহলে ...
৫-১-১৬
১১.৫০