আকাশ থেকে চাঁদটা লয়ে
চাঁদরে দেখার কিচ্ছে কই
হওনা আমার চশমা পরী
আমি তোমার ঘোমটা হই?
আমি তোমার পায়েল হয়ে
গাইবো লুকায় লোহিত গান
আমার এলো কলম সাদায়
সাজাও তুমি স্বর্গ প্রান !
শুখ পাখিটার ডানার হাওয়া
পাশ কেটে যায় তোমার দিক,
তুমি চলো মেঘের কলে
আমার বাহন ভাগ্য নিক।
সাজো পরী ধনুর রঙে
আমার চোখের বৃষ্টিতে
সিঁদুর আকবো তোমার সিঁথি
শিরার জলে, স্বস্তিতে।
আমি না হয় এসব আবেগ
বোকার মত প্রানে লই,
তুমি পরী সাজাও জগৎ
আমার এমন পদ্য সই ।
এমন কাগজ লিখেই না হয়
বসত পাতবো গল্পতেই,
পরী তুমি ভালো থেকো
আমি খুশি অল্পতেই।