মায়া নামে নিশাচারি নয়া চোখে আয়না,
গগনেতে কায়াহীন মায়ার আমি গয়না;
দিবা-নিশী রবী-শশী গুঞ্জনে লয়ে,
গোধূলির লালে আমি মাতি কোন জয়ে?

ক্ষীণসুর, খরাময়, ক্ষণাকাল দৃষ্টি ,
তারা কহে, ইহা মম কালোর অনাসৃষ্টি...
মন কহে কালো কিবা আলো হোক কায়,
হৃদ মোর সদা শশী, খুশি অবেলায়।

দুর্গা, আমিনা, মেরি সবে মম নাম,
দাশী সাজো কারে তুমি ! কহো মহা সাম?
আমারি রক্তক্ষয়ে তুই আজ জীব,
আমারে শেকলে সেজে তোর হাতে দীপ।

আদমে আদম নাম, হাওয়া কোথাকার?
পুরুষেতে নবী সব, মহা নাম যার।
চন্দ্র তালুতে লয়ে মন জয়ে স্নাত্‌,
পেছনে তাকিয়ে দ্যাখ কাঁধে কার হাত।


মন মাতে দিবা রাতে, না জানায় নাওয়া !
আদমই প্রথমে ক্যানে ? ক্যানে নয় হাওয়া ?
চাওয়া নেই জীবে কিছু পাওয়া নেই বলে ;;
-ভগবান ! তুমি বুঝি পুরুষের দলে !

তাহারে শক্তি দিয়া করুনায় আমি,
আমারে ঘোঙটে বেধে তাহারায় স্বামী!
যতই স্বর্গ ঢালো মোর পদতলে,
সেই দাম খুব দেই মেপে আঁখি জলে।

মাফ করো ঈশ্বর , নালিশেতে পাপ,
আদমের দোষে জীবী তার অভিশাপ।
চুপে চুপে বাঁচি, ভাবি বিয়োগাবো কবে;
-পরকালে বেশ কিছু জেরা-জেরি হবে !