জানি আমি অন্ধ তোমার জন্য তাতে ক্ষতি কি?
বন্ধ বুকে আমি তোমারি ছবি এঁকেছি।
সুন্দর চিন্তা গুলো রেখেছি সাজিয়ে মনের
                                     ক্যানভাসে।
ফ্রেম করে রাখবো সাজিয়ে মনের প্রতিটি ভাজে।
মনের রংতুলি দিয়ে এঁকেছি তোমার প্রতিচ্ছবি।
    তোমার জন্যই দেখছি হয়ে গেলাম আজ আমি কবি ।