বেঁচে আছি আমি বেঁচে থাকতে হয় বলে
নয়তো যেতাম কবে আমি তোমার কাছে চলে।
দূরের অচিন পাহাড় দেয় আমায় হাতছানি
জানি না আছি কেন তোমার অপেক্ষায় আমি।
মনে মনে কতই আশা দেখিছি তোমায় না দেখেই
সাতসমুদ্র তেরো নদী পার হবো তোমার সাথেই।
প্রতিদিন বসে থাকি বোবা টেলিফোনের কাছে
তোমার কি একটু সময় আমার জন্য আছে?
কত কথা আছে জমে তোমাকে নিয়ে আমার
জানি না আমি কবে দেখা পাবো তোমার?
তুমিও কি আমায় নিয়ে একই স্বপ্ন দেখো যা আমি দেখি?
আমার মনের বাগিচায় গোলাপ দিয়ে তোমার ছবি সাজিয়া রাখি ।