রাতের চাঁদ আলোকিত হয় সূর্যের আলোয়
আমি আলোকিত হয় তারাদের আশ্রয়ে।
রাতের তারারা বলে যায় আমাকে অনেক কথা
ভাবি শুধু যদি যেত তারাদের নিয়ে মালা গাঁথা।
টিপটিপ করে শুকতারা রাতের ঐ আকাশে
তার কথা কানে পৌঁছায় ভেসে আসা বাতাসে।
জ্বলছে আমার স্বপ্নগুলো রাতের ঐ তারাদের মতো
সত্যি আজ আমি সব হারিয়ে হয়েছি ক্ষতবিক্ষত।